গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট পরিচালনা বিষয়ে ট্রেনিং প্রদান

গোলাপগঞ্জ উপজেলার সোশ্যাল ট্রাস্ট ইউকের বোর্ড অব ম্যানেজমেন্ট ও ইসি কমিটির সদস্যদের দায়িত্ব এবং ট্রাস্ট পরিচালনার বিভিন্ন বিষয়ের ওপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ট্রাস্ট পরিচালনা, ট্রাস্টের আমানত রক্ষণাবেক্ষণ, ট্রাস্টি হওয়ার যোগ্যতা, বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা, ট্রাস্টের আয়-ব্যয় হিসাব লিপিবদ্ধসহ ট্রাস্টের ভবিষ্যৎ কার্যক্রম গ্রহণ করার বিষয়ে কর্মশালায় আলোকপাত করা হয়।গত ১৭ ফেব্রুয়ারি রোববার পূর্ব লন্ডনে কবি নজরুল প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত কর্মশালা পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উপদেষ্টা কাউন্সিলর ড. আব্দুল আজিজ তকি। তাকে সহযোগিতা করেন সোশ্যাল ট্রাস্টের উপদেষ্টা ড. রেণু লুৎফা।

 

 

 

কর্মশালায় উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, ভাইস চেয়ারম্যান রুহুল আমিন রুহেল ও জহির হোসেন গৌছ, জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান, ট্রেজারার বদরুল আলম বাবুল, অর্গানাইজিং সেক্রেটারি জেনিফার সারোয়ার লাক্সমী, স্পোর্টস সেক্রেটারি মুকিতুর রহমান মুকিত, এডুকেশন সেক্রেটারি মো. নাছির উদ্দিন, ইসি মেম্বার সাইফুল আলম, ট্রাস্টি মুহিবুর রহমান মুহিব প্রমুখ।