গোলাপগঞ্জ উপ‌জেলা স্টেডিয়ামের উন্নয়নে সোশ্যাল ট্রা‌স্টের অনুদানের চেক হস্তান্তর

গোলাপগঞ্জ উপ‌জেলার একমাত্র সরকারী স্টে‌ডিয়ামের (শেখ রা‌সেল মি‌নি স্টে‌ডিয়াম) উন্নয়ন কাজে গোলাপগঞ্জ উপ‌জেলা সোশ্যাল ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ইউকের পক্ষ থে‌কে অনুদা‌নের চেক হস্তান্তর করা হ‌য়ে‌ছে। গত ১৫ মার্চ শুক্রবার সকা‌লে আনুষ্ঠা‌নিকভা‌বে চেক হস্তান্তর ক‌রেন গোলাপগঞ্জ উপ‌জেলা সোশ্যাল ট্রা‌স্টের সাধারণ সম্পাদক, প্রবাসী লেখক ও সাংবা‌দিক আ‌নোয়ার শাহজাহান। স্থানীয় এলাকাবাসীর প‌ক্ষে চেক গ্রহণ ক‌রেন আমুড়া ইউ‌পির সা‌বেক চেয়ারম্যান মঈন উ‌দ্দিন।

‌চেক হস্তান্তর কা‌লে আ‌নোয়ার শাহজাহান ব‌লেন, উপ‌জেলা স্টে‌ডিয়াম বাস্তবায়‌নের জন্য প্রবাসীরা সবসময়ই সোচ্চার ছি‌লেন। দে‌শে আপনারা যেভা‌বে আ‌ন্দোলন সংগ্রাম ক‌রে‌ছেন, প্রবাসেও আমরা নানা কর্মসূচী পালন ক‌রে‌ছি। সক‌লের স‌ম্মি‌লিত প্র‌চেষ্টায় আজ বহু প্র‌তি‌ক্ষিত উপ‌জেলা স্টে‌ডিয়াম আ‌লোর মুখ দেখ‌ছে।

তি‌নি আ‌রো ব‌লেন, আমরা প্রবা‌সে থাক‌লেও দে‌শের জন্য আমা‌দের ভা‌লোবাসা এক বিন্দুও ক‌মে‌নি। শত ব্যস্ততার মধ্যেও প্রবাসীরা সকালবেলা ঘুম থেকে জেগেই প্রথমে খবর নেন, দেশের স্বজনরা কেমন আছে, দেশ কেমন আছে। প্রিয়জনদের দূরে রেখে প্রবাসে থাকার যন্ত্রণা যে কত কঠিন শুধুমাত্র ভুক্তভোগী ছাড়া আর কেউ কল্পনাও করতে পারবে না৷ তি‌নি ব‌লেন, স্টে‌ডিয়ামের উন্নয়ন কা‌জের জন্য প্রাথ‌মিকভা‌বে ট্রা‌স্টের ১০ জন সদস্যের পক্ষ থে‌কে ১ লক্ষ ২ হাজার টাকা অনুদান প্রদান করা হ‌লো। ইনশাআল্লাহ আগামী‌তেও ট্রা‌স্টের পক্ষ থে‌কে সকল সু‌যোগ সু‌বিধা অব্যাহত থাক‌বে ব‌লেও তি‌নি আশ্বাস প্রদান ক‌রেন। তিনি দীর্ঘ ৩৮ বছর পর স্টেডিয়ামের কাজ শুরু করায় গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তি‌নি।

অনুদানকারী ট্রা‌স্টের সদস্য‌রা হ‌চ্ছেন ১। হারুন মিয়া (ট্রাস্টি, বুধবারীবাজার ইউনিয়ন), ২। আব্দুল কাদির হাসনাত (ট্রাস্টি, বুধবারীবাজার ইউনিয়ন), ৩। মোহাম্মদ আব্দুল বাছিত (সভাপতি, বাদেপাশা ইউনিয়ন), ৪। রুহুল আমিন রুহেল (সহ-সভাপতি, ঢাকাদক্ষিণ ইউনিয়ন), ৫। জহির হোসেন গৌছ (সহ-সভাপতি, বুধবারী বাজার ইউনিয়ন), ৬, আনোয়ার শাহজাহান (সাধারণ সম্পাদক, ঢাকাদক্ষিণ ইউনিয়ন), ৭। বদরুল আলম বাবুল (কোষাধ্যক্ষ, বুধবারী বাজার ইউনিয়ন), ৮। তারেকুর রহমান ছানু (সহ- সাধারণ সম্পাদক, শরিফগঞ্জ ইউনিয়ন), ৯। শিয়াব উদ্দিন (প্রচার ও প্রকাশনা সম্পাদক, ধারাবহর, আমুড়া ইউনিয়ন), ১০। সালেহ আহমদ (সদস্য বিষয়ক সম্পাদক, বুধবারীবাজার ইউনিয়ন)।

উল্লেখ্য গত ৬ মে রবিবার ব্রিটেনে গোলাপগঞ্জের নেতৃবৃন্দরা গোলাপগঞ্জ স্টেডিয়াম নির্মাণের দাবিতে লন্ডনে এক মতবিনিময় সভার আয়োজন করেন। পরবর্তীতে ১১ মে শুক্রবার গোলাপগঞ্জ উপজেলা ধারাবহর একমাইলে এক বিশাল মানব বন্ধনের অনুষ্ঠিত হয়। ১৯ মে শনিবার আমারিকায় বসবাসরত গোলাপগঞ্জের নেতৃবৃন্দরা মতবিনিময় সভা করে দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন। ঢাকাদক্ষিণ সমাজকল্যাণ সংস্থা মিশিগান ঐ সভার আয়োজন করে। এছাড়াও ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে স্টেডিয়াম নির্মাণের দাবি গোলাপগঞ্জবাসীরাও ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন।

‌চেক হস্তান্তরকা‌লে উপস্থিত ছিলেন, আমুড়া ইউনিয়নের সাবেক সভাপতি মঈন উদ্দিন, আব্দুল মুতলিব কমপ্লেক্সের চেয়ারম্যান আনোয়ার আলমগীর, আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নাজমুল হক লস্কর, আব্দুল খালিক, জামাল উদ্দিন, নানু মিয়া, সেলিম উদ্দীন, নজরুল ইসলাম, নাজিম লস্কর, আতিকুর রহমান দুবুল, শিপু আহমেদ, সাহেদ আহমদ, কাউসার আহমেদ, জাকের হুসেন মিঠন, জুয়েল আহমদ, হারুন আহমদ, নিফুল চন্দ্রনাথ, সুহেল আহমদ, আজমির আহমদ রাসেল, উজ্জ্বল আহমদ, রায়হান পারভেজ, রাজ্জাদ আহমদ, মাসুদ আহমদ, পাবেল আহমদ, হাসান আহমদ, মোস্তাক আহমদ রাবেল, আলামিন আহমদ প্রমুখ।