ছেলে-মেয়েদের মানুষ করার দায়িত্ব মা-বাবা দু’জনের। পারিবারিক ও সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি কি করে নিজেদের ছেলে-মেয়েকে অপরাধ থেকে সরিয়ে রাখা যায় সে সম্পর্কে একটি প্যারেন্টস কনফারেন্স এর আয়োজন করা হয়েছে।
এতে বক্তব্য রাখবেন যুব ও সমাজ বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে আপনি আপনার সপরিবার নিয়ে আমন্ত্রিত।
Date : Sunday, 28th April, 2019
Time : 1.30pm -3.30pm
Place : Kobi Nazrul Primary School,
London, E1 1JP
This is a FREE events and OPEN to all

আমন্ত্রণে
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট (ইউকে)।
