আগামী ৫ এপ্রিল শুক্রবার বাংলাদেশে শুরু হচ্ছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট (ইউকে) ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯। খেলাটি গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্টের আর্থিক সহযোগিতা এবং ধারাবহর এলাকাবাসির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ৩৮ বছর গোলাপগঞ্জ উপজেলার একমাত্র স্টেডিয়াম সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী থাকায় গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট এবং ধারাবহর এলাকার প্রবাসীদের উদ্যোগ সংস্কারের উদ্যোগ নেয়া হয়। বর্তমানে এটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় নির্মাণের প্রক্রিয়াধিন রয়েছে।

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট (ইউকে) ক্রিকেট টুর্নামেন্ট যাদের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে তারা হলেন, হারুন মিয়া, আব্দুল কাদির হাসনাত, মোহাম্মদ আব্দুল বাছিত, রুহুল আমিন রুহেল, জহির হোসেন গৌছ, আনোয়ার শাহজাহান, বদরুল আলম বাবুল, তারেকুর রহমান ছানু, শিয়াব উদ্দিন ও সালেহ আহমদ। এ ব্যাপারে বিস্তারিত জানতে হলে সোশ্যাল ট্রাস্টের ওয়েবসাইট www.GolapganjSocialTrust.com ভিজিট করুন।
এছাড়াও খেলায় অংশ গ্রহণ করতে হলে যোগাযোগ করুন আজমির আহমদ রাসেল (+৮৮) ০১৭৭-২৭১১০৩৫০
