গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

 

শেখ রাসেল মিনি স্টেডিয়াম। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নে অবস্থিত এই স্টেডিয়াম দীর্ঘদিন স্থবির থাকার পর প্রাণ ফিরে পেয়েছে খেলোয়াড়দের পদচারণায়। ‌বি‌কেল হ‌লেই পাড়ার যুবসমাজ ব্যাট বল হা‌তে ছু‌টে চ‌লেন স্টে‌ডিয়া‌মে। বর্তমা‌নে এখা‌নে গোলাপগঞ্জ উপ‌জেলা স্যোশাল ট্রাস্ট ইউ‌কের উ‌দ্যো‌গে চল‌ছে উপ‌জেলা ভি‌ত্তিক ক্রি‌কেট টুর্না‌মেন্ট। যে টুর্না‌মে‌ন্টে শুধু গোলাপগ‌ঞ্জের নয় অন্যান্য উপ‌জেলার খে‌লোওয়াড়রাও অংশ নি‌চ্ছেন।

উল্লেখ্য ২০১৮ সালের ৬ মে ব্রিটেনে ট্রাস্টের উদ্যোগে গোলাপগঞ্জের নেতৃবৃন্দরা গোলাপগঞ্জ স্টেডিয়াম নির্মাণের দাবিতে লন্ডনে এক মতবিনিময় সভার আয়োজন করেন। পরবর্তীতে ১১ মে শুক্রবার গোলাপগঞ্জ উপজেলা ধারাবহর একমাইলে এক বিশাল মানব বন্ধনের অনুষ্ঠিত হয়। ১৯ মে শনিবার আমারিকায় বসবাসরত গোলাপগঞ্জের নেতৃবৃন্দরা মতবিনিময় সভা করে দাবি প্রতি একাত্মতা ঘোষণা করেন। ঢাকাদক্ষিণ সমাজকল্যাণ সংস্থা মিশিগান ঐ সভার আয়োজন করে। এছাড়াও ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে স্টেডিয়াম নির্মাণের দাবি গোলাপগঞ্জবাসীরাও ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন।

আমুড়া ইউ‌নিয়‌নের ৬ নং ওয়ার্ড ধারাবহ‌রে টিলা বে‌ষ্টিত এ ‌স্টে‌ডিয়াম বাস্তবায়‌নে বিশ্বের বিভিন্ন দেশ ও গোলাপগঞ্জে চ‌লে মানববন্ধন, আ‌লোচনা সভাসহ নানা কর্মসূচী। দীর্ঘ‌দিন আ‌ন্দোলনের ফ‌লে টনক ন‌ড়ে সং‌শ্লিষ্ট‌দের। সম্প্র‌তি উপ‌জেলা ক্রীড়া সংস্থার সভাপ‌তি ও উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমা‌ন মাঠ প‌রিদর্শন ক‌রে স্টে‌ডিয়াম বাস্তবায়‌নে প্রদ‌ক্ষেপ গ্রহণ ক‌রেন। ‘গোলাপগঞ্জ শেখ রা‌সেল মি‌নি ‌স্টে‌ডিয়াম’ নামকরণ ক‌রে সীমানা নির্ধারণ ক‌রেন এবং দ্রুত মা‌ঠের ড্রে‌সিং করারও ঘোষণা দেন। উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার এ প্রদ‌ক্ষে‌পকে ধন্যবাদ জা‌নি‌য়ে সহ‌যো‌গিতার হাত বাড়ায় গোলাপগঞ্জ উপ‌জেলা স্যোশাল ট্রাস্ট ইউ‌কের সদস্যবৃন্দ। মা‌ঠের ড্রে‌সিং কা‌জের জন্য সংগঠনের পক্ষ থেকে প্রাথ‌মিকভা‌বে গত ১৫ মার্চ ১ লক্ষ টাকা অনুদানের চেগ প্রদান ক‌রেন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান।

মাঠের ড্রে‌সিংয়ের পর প্রথমেই এ মা‌ঠে উপ‌জেলা স্যোশাল ট্রাস্ট ইউ‌কের উ‌দ্যো‌গে চল‌ছে ক্রি‌কেট টুর্না‌মেন্ট। গত ৫ এ‌প্রিল আনুষ্ঠা‌নিকভা‌বে এ টুর্না‌মে‌ন্টের উ‌দ্বোধন করা হয়। উ‌দ্বোধনী অনুষ্ঠানে ধারাবহর এলাকার বিশিষ্ট মুরব্বি ও যুব সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।