গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ফেস্টিভ্যাল উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনে লেখা আহ্বান

আগামী ২৮ জুলাই রবিবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ফেস্টিভ্যাল। এই উৎসবে ব্রিটেনের বিভিন্ন শহর ছাড়াও বাংলাদেশ এবং প্রবাসের বিভিন্ন দেশ থেকে গোলাপগঞ্জের বিশিষ্টজনেরা উপস্থিত থাকার জন্য ইচ্ছে পোষণ করেছেন।

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের পক্ষ থেকে গোলাপগঞ্জ কমিউনিটির সকল নেতৃবৃন্দকে নিয়ে আগামী ২৮ এপ্রিল রবিবার কবি নজরুল প্রাইমারি স্কুলে দুপুর ৩ ঘটিকার সময় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

 

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের (ইউকে) সম্মানীত সদস্যসহ গোলাপগঞ্জবাসীর জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ফেস্টিভ্যালকে স্মরণীয় করে রাখার জন্য একটি ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।

আগামী ২০ মে ২০১৯ সালের মধ্যে ‘গোলাপগঞ্জ উপজেলার ইতিহাস ও ঐতিহ্য এবং ব্রিটেনে গোলাপগঞ্জ কমিউনিটিকে নিয়ে আপনার চিন্তাভাবনা বিষয়ক লেখা’ আহ্বান করা হচ্ছে। অমনোনীত লেখা ফেরত পাঠানো হবে না। লেখা পাঠানোর ঠিকানা: Email : golapganjsocialtrust@gmail.com