গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ফেস্টিভ্যাল উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত গোলাপগঞ্জের অধিবাসীদের সামাজিক, অর্থনৈতিক ও পেশাগত সাফল্যকে তুলে ধরতে ২০১৯ সালের ২৮ জুলাই রবিবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ফেস্টিভ্যাল। এতে ব্রিটেন প্রবাসী গোলাপগঞ্জবাসী ছাড়াও বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত গোলাপগঞ্জের বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।

গোলাপগঞ্জ ফেস্টিভ্যাল সফল ও সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে গত ২৮ এপ্রিল রবিবার পূর্ব লন্ডনের কবি নজরুল প্রাইমারি স্কুলে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের উদ্যোগে গোলাপগঞ্জের কমিউনিটি সংগঠক ও অ্যাকটিভিস্টদের নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সোশ্যাল ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিতের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহানের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আমান উদ্দিন, ভাইস চেয়ারম্যান রুহুল আমিন রুহেল ও জহির হোসেন গৌছ, ট্টেজারার বদরুল আলম বাবুল, ট্রাস্টী আব্দুল বাছির, এসিসটেন্ট জেনারেল সেক্রেটারি তারেক রহমান ছানু, কালচারাল সেক্রেটারি রায়হান উদ্দিন, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি শিয়াব উদ্দিন, ইসি মেম্বার দেওয়ান নজরুল ইসলাম ও রেদোয়ান হোসেন রেজা, বোর্ড মেম্বার নুরুল ইসলাম, সদস্য অপু শাহরিয়া, শাহিন আহমদ, শাহাদাত হোসেন সায়েম, কয়েস আহমদ রুহেল, রুহেলা হোসেন, জোসনা পারভিন, পারভীন আক্তার চৌধুরী, রওশন আরা বেগম প্রমুখ।

সভায় মোহাম্মদ আব্দুল বাছিতকে আহবায়ক ও আব্দুল বাছিরকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ফেস্টিভ্যাল উদযাপন কমিটি এবং ৭টি উপকমিটি গঠন করা হয়। ৫ সদস্য বিশিষ্ট প্রতিটি উপকমিটিতে ১ জনকে আহবায়ক এবং ৪ জনকে সদস্য করা হয়েছে। উপকমিটি সদস্যরা হলেন, অর্থ উপ-কমিটির আহবায়ক বদরুল আলম বাবুল, আপ্যায়ন উপ কমিটির আহবায়ক তারেক রহমান ছানু, সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক রায়হান উদ্দিন, অভ্যর্থনা উপ কমিটির আহবায়ক জেনিফার সারোয়ার লাক্সমী, প্রচার ও প্রকাশনা উপ কমিটির আহবায়ক শিয়াব উদ্দিন, ইয়ুথ উপ কমিটির আহবায়ক আতিকুর রহমান শাফার, রেজিস্ট্রেশন উপ-কমিটির আহবায়ক মুকিতুর রহমান মুকিত।

 

ফেস্টিভ্যাল উদযাপন কমিটি ও উপ কমিটির পাশাপাশি ২১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।

শীঘ্রই ফেস্টিভ্যাল উদযাপন কমিটি, উপ-কমিটি এবং উপদেষ্টা কমিটির সকল সদস্যদের নাম প্রকাশ করা হবে। এছাড়া গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ফেস্টিভ্যাল সফল ও সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্রিটেনের বিভিন্ন শহরে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হবে।

গোলাপগঞ্জ ফেস্টিভ্যাল এর স্পনসর সহ উৎসব পরিচালনায় যারা সহযোগিতা করতে চান তারা ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান (07957-981636) ও ট্রেজারার বদরুল আলম বাবুলের (07903-827757) সাথে যোগাযোগ করুন।