ব্রিটেনে গোলাপগঞ্জ প্রবাসীদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য ট্রাস্টের সাধারণ সদস্যদের ফি এবং গোলাপগঞ্জ হাউসের দাতা সদস্যদের ফি দিয়ে পূর্ব লন্ডনে ‘গোলাপগঞ্জ হাউস’ নামে একটি ভবন কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গত ২৮ এপ্রিল রবিবার বিকেল ৪টার সময় পূর্ব লন্ডনে কবি নজরুল প্রাইমারি স্কুলে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় সর্বসম্মতিক্রমে গোলাপগঞ্জ হাউস নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়।

গোলাপগঞ্জ হাউজে থাকবে ট্রাস্টের নিজস্ব অফিস। এখানে গোলাপগঞ্জের অন্য সব সংগঠনের সভা ও অনুষ্ঠান করার ব্যবস্থা থাকবে।
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিতের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বোর্ড মেম্বাররা বলেন, গোলাপগঞ্জ হাউজ থেকেই আমরা পুরো গোলাপগঞ্জ কমিউনিটির জন্য কাজ করে যাব। প্রতিদিন কাজের শেষে সবাই গোলাপগঞ্জ হাউসে বসে গল্প করবেন। এখানেই জমে উঠবে গোলাপগঞ্জিদের আড্ডা। আর এ জন্যই আমরা প্রতিষ্ঠা করব গোলাপগঞ্জ হাউস। আমরা বিশেষভাবে অনুরোধ করব, প্রবাসী গোলাপগঞ্জবাসীরা গোলাপগঞ্জ হাউসের পার্মানেন্ট ফাউন্ডিং মেম্বর, পার্মানেন্ট মেম্বর ও অ্যাসোসিয়েট মেম্বরশিপ গ্রহণ করে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসবেন।
সভায় গোলাপগঞ্জ হাউজ ক্রয় সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান রুহুল আমিন রুহেল ও জহির হোসেন গৌছ, ট্টেজারার বদরুল আলম বাবুল, এসিসটেন্ট জেনারেল সেক্রেটারি তারেক রহমান ছানু, কালচারাল সেক্রেটারি রায়হান উদ্দিন, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি শিয়াব উদ্দিন, ইসি মেম্বার দেওয়ান নজরুল ইসলাম ও রেদোয়ান হোসেন রেজা, বোর্ড মেম্বার নুরুল ইসলাম প্রমুখ।
গোলাপগঞ্জ হাউসের ফাউন্ডিং পার্মানেন্ট মেম্বরশিপ ফি ১০০০ পাউন্ড এবং পার্মানেন্ট ও অ্যাসোসিয়েট মেম্বরশিপ ফি ৫০০ পাউন্ড করে ধার্য করা হয়েছে।
এ ব্যপারে বিস্তারিত জানতে হলে ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত অথবা জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহানের সাথে যোগাযোগ করতে পারেন।
