নাছিম আহমদের মৃত্যুতে গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্টের শোক প্রকাশ

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সদস্য এবং ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার (ইউকে) সভাপতি নাছিম আহমদ ৭ মে মঙ্গলবার লন্ডন সময় বিকাল ৫.২১ মিনিটের সময় হাসপাতালে চিকিত্‍সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫২ বছর।

নাছিম আহমদ গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ১ কন্যা সন্তান, স্ত্রী এবং অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তার পিতা সালাউদ্দিন ফারুক ঢাকাদক্ষিণ ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন।

পূর্ব লন্ডনের বাংলা টাউন ব্রিকলেনে অবস্থিত ক্যাফে গ্রিল রেস্টুরেন্টের স্বত্বাধিকারী, ব্রিটেনে সকলের প্রিয় ব্যক্তি ও সদালাপি নাছিম আহমদের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

নাছিম আহমদ ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ সহ সভাপতি হিসেবে ২বার দায়িত্ব পালন করেন। সভাপতি হিসাবে দায়িত্ব পালন কালে ঢাকাদক্ষিণ এলাকায় সংস্থার পক্ষ থেকে অনেক গুলো উন্নয়ন মুলক কাজ সম্পন্ন করেছেন। সংস্থার পক্ষ থেকে গোলাপগঞ্জ টেকনিক্যাল কলেজের ভূমি ক্রয়েও তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

এদিকে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সদস্য নাছিম আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট (ইউকে)। ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত এবং জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সদস্য নাছিম আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।