গোলাপগঞ্জ ট্রাস্টের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

২০১৮ সালের ২৫ মার্চ রবিবার বেলা ২টার সময় গোলাপগঞ্জ ট্রাস্টের (ইউকে) আহ্বায়ক কমিটির প্রথম সভা পূর্ব লন্ডনের ১১০ নম্বর হোয়াইট চ্যাপেল রোডে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের আহ্বায়ক ড. রেণু লুৎফার সভাপতিত্বে এবং সদস্য সচিব আনোয়ার শাহজাহানের উপস্থাপনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ট্রাস্টের আহ্বায়ক কমিটির সদস্য তারেক রহমান ছানু।


সভার শুরুতে আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরেন সদস্য সচিব আনোয়ার শাহজাহান।
কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক ড. রেণু লুৎফা (রানাপিং, গোলাপগঞ্জ), সদস্য সচিব আনোয়ার শাহজাহান (রায়গড়, ঢাকাদক্ষিণ)। আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন মোহাম্মদ আমান উদ্দিন (চন্দরপুর, ঢাকাদক্ষিণ), ড. আব্দুল আজিজ তকি (রানাপিং ছত্রিশ, গোলাপগঞ্জ), তছউর আলী (মুকিতলা, লক্ষণাবন্দ), মোহাম্মদ আনোয়ার হোসেন (বুধবারীবাজার), রুহুল আমিন রুহেল (দত্তরাইল, ঢাকাদক্ষিণ), মোহাম্মদ লোকমান উদ্দিন (সতুনমর্দন, বাদেপাশা), মোহাম্মদ আব্দুল বাছিত (আলমপুর, বাদেপাশা), ফারুক চৌধুরী (রণকেলী, গোলাপগঞ্জ পৌরসভা), আব্দুল হেকিম চৌধুরী (সরস্বতী, গোলাপগঞ্জ পৌরসভা), হাবিবুর রহমান (মুকিতলা, লক্ষণাবন্দ), মোহাম্মদ শামীম আহমদ (বারকোট, ঢাকাদক্ষিণ), মোহাম্মদ শওকত আলী (গোলাপনগর, বাঘা), মাহমুদুর রহমান শানুর (কানিশাইল, ঢাকাদক্ষিণ), রোমান আহমদ চৌধুরী (ভাদেশ্বর), মোহাম্মদ আব্দুর রহমান খান সুজা (কিসমত মাইজভাগ, ফুলবাড়ি), হুমায়ুন কবির চৌধুরী একলিম (গোলাপগঞ্জ পৌরসভা), দেওয়ান নজরুল ইসলাম (রায়গড়, ঢাকাদক্ষিণ), আশরাফ হোসেন শফি (দত্তরাইল, ঢাকাদক্ষিণ), তারেক রহমান ছানু (পনাইরচক, শরিফগঞ্জ), বদরুল আলম বাবুল (লামা চন্দরপুর, বুধবারীবাজার), শাহরিয়ার আহমদ সুমন (নগর, ঢাকাদক্ষিণ), মোহাম্মদ আব্দুল মতিন (নিজ ঢাকাদক্ষিণ, লক্ষণাবন্দ), শিহাব উদ্দিন (ধারাবহর, আমুড়া), মোহাম্মদ শামীম আহমদ (দাড়িপাতন, গোলাপগঞ্জ পৌরসভা), মোহাম্মদ জহির হোসেন গৌছ (বাগিরঘাট, বুধবারীবাজার), রফি আহমদ চৌধুরী সিবা (ফুলবাড়ি), বিলাদুর রহমান কাসেম (আমনিয়া, আমুড়া), সৈয়দ মুজিবুল ইসলাম আজু (নালিউরী, ভাদেশ্বর), মোহাম্মদ আব্দুল মতিন (লক্ষণাবন্দ), ফয়জুল আহমদ সেলিম (বাণীগ্রাম, বুধবারীবাজার), হারুনুর রশিদ মুজিব (গোলাপগঞ্জ), মুহিবুর রহমান মুহিব (সরস্বতী কামারগাঁও, গোলাপগঞ্জ পৌরসভা), আব্দুল আজিজ ফারুক (কালিজুরী, বুধবারীবাজার), সৈয়দ নাদির আহমদ (দক্ষিণভাগ, লক্ষণাবন্দ), রেজাউল ইসলাম বিল্লাহ (দক্ষিণভাগ, লক্ষ্মীপাশা), মো. মুকিতুর রহমান (বারকোট, ঢাকাদক্ষিণ) ও শামস উদ্দিন খান (কালিজুরী, বুধবারীবাজার)।

সভায় ট্রাস্টের খসড়া সংবিধান নিয়ে ব্যাপকভাবে আলোচনা করে পরবর্তী সভায় আরো বিস্তারিত আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়। একটি আধুনিক সময়োপযোগী সংবিধান তৈরি করার জন্য ড. আব্দুল আজিজ তকি, ড. রেণু লুৎফা ও আনোয়ার শাহজাহানকে দায়িত্ব দেয়া হয়। এ ছাড়া সংগঠনের কার্যক্রম জোরদার করার জন্য আহ্বায়ক কমিটিতে আরো ১০ জন সদস্যকে অন্তÍর্ভুক্ত করার জন্য সদস্য সচিব আনোয়ার শাহজাহানকে দায়িত্ব দেয়া হয়।

সভায় ব্রিটেনে জন্মগ্রহণকারী গোলাপগঞ্জের ইয়ুথদের (সর্বোচ্চ ১৮ বছর) ৫ পাউন্ড সদস্য ফি দিয়ে ইয়ুথ মেম্বারশিপ গ্রহণ করারও সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক ড. রেণু লুৎফা, সদস্য সচিব আনোয়ার শাহজাহান, সদস্য ডা. আনোয়ারা আলী এমবিই, ড. আব্দুল আজিজ তকি, মোহাম্মদ লোকমান উদ্দিন, রুহুল আমিন রুহেল, আব্দুল হেকিম চৌধুরী, মোহাম্মদ শামীম আহমদ, মোহাম্মদ শওকত আলী, মোহাম্মদ আব্দুর রহমান খান সুজা, মোহাম্মদ শামছুল হক, দেওয়ান নজরুল ইসলাম, শাহরিয়ার আহমদ সুমন, বদরুল আলম বাবুল, মোহাম্মদ আব্দুল মতিন, আব্দুল আজিজ ফারুক, সৈয়দ মুজিবুল ইসলাম আজু, তারেক রহমান ছানু, শিহাব উদ্দিন, সৈয়দ নাদির আহমদ, মোহাম্মদ শামীম আহমদ, ফয়জুল আহমদ সেলিম, বিলাদুর রহমান কাসেম, মুহিবুর রহমান মুহিব, মো. মুকিতুর রহমান, রেজাউল ইসলাম বিল্লাহ ও শামস উদ্দিন খান।