গোলাপগঞ্জ ট্রাস্টের আহ্বায়ক কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

২০১৮ সালের ৬ মে রবিবার বেলা দুইটার সময় পূর্ব লন্ডনের ১১০ নম্বর হোয়াইট চ্যাপেল রোডে গোলাপগঞ্জ ট্রাস্টের (ইউকে) আহ্বায়ক কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক ড. রেনুু লুৎফার সভাপতিত্বে এবং সদস্য সচিব আনোয়ার শাহজাহানের উপস্থাপনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ট্রাস্টের আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা শওকত আলী।

সভার শুরুতেই নতুন অন্তর্ভুক্ত ১০ জন সদস্যের পরিচয় তুলে ধরেন ট্রাস্টের সদস্য সচিব আনোয়ার শাহজাহান। সদস্যরা হলেন, ডাক্তার আনোয়ারা আলী এমবিই (সুনামপুর, ঢাকাদক্ষিণ), মোহাম্মদ শামছুল হক (বুধবারীবাজার), জেনিফার সারোয়ার লাক্সমী (বুধবারীবাজার), বিলাল আহমদ মিলন (বুধবারীবাজার), মোহাম্মদ আজিজুস সামাদ (বাদেপাশা), শাহাদাত হোসেন সায়েম (ঢাকাদক্ষিণ), মোহাম্মদ নাছির উদ্দিন (শরিফগঞ্জ), হোসেন মোহাম্মদ ইকবাল (ফুলবাড়ি), আসাদ উদ্দিন (আমুড়া), মোহাম্মদ নাছির উদ্দিন (শরিফগঞ্জ), কামাল উদ্দিন (আমুড়া)।

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত গোলাপগঞ্জের অধিবাসীদের সামাজিক, অর্থনৈতিক ও পেশাগত সাফল্যকে তুলে ধরতে ২০১৯ সালে গোলাপগঞ্জ ফেস্টিভ্যাল করার সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া চলতি বছরের ৮ জুলাই মার্গেট সমুদ্রসৈকতে সামার ট্রিপ করার সিদ্ধান্ত নেয়া হয়।


সভায় আহবায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আহবায়ক ড. রেনু লুৎফা, সদস্য সচিব আনোয়ার শাহজাহান, আহবায়ক কমিটির সদস্য মো আনোয়ার হোসেন, মোহাম্মদ আমান উদ্দিন, মোহাম্মদ লোকমান উদ্দিন, রুহুল আমিন রুহেল, মোহাম্মদ শামছুল হক, মোহাম্মদ আব্দুল বাছিত, মোহাম্মদ হাবিবুর রহমান, রোমান আহমদ চৌধুরী, তারেকুর রহমান ছানু, বদরুল আলম বাবুল, শিয়াব উদ্দিন, মোহাম্মদ আজিজুস সামাদ, রফি আহমদ চৌধুরী সিবা, মিছবাউল হক মাছুম, মো জাহেদ আহমদ, কামাল উদ্দিন, হোসনে মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ।

সভায় ব্রিটেনপ্রবাসী গোলাপগঞ্জ অঞ্চলের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করতে এবং বাংলাদেশের সঙ্গে প্রবাসী প্রজন্মের মধ্যে আস্থা ও নির্ভরতার সেতুবন্ধ গড়ে তোলার লক্ষ্যে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।