গোলাপগঞ্জ উপজেলা স্টেডিয়ামের বর্তমান নাম শেখ রাসেল মিনি স্টেডিয়াম। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নে অবস্থিত এই স্টেডিয়াম দীর্ঘদিন স্থবির থাকার পর প্রাণ ফিরে পায় খেলোয়াড়দের পদচারণে। বিকেল হলেই যুবসমাজ ব্যাট-বল হাতে ছুটে চলে স্টেডিয়ামে। ২ এপ্রিল গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে উদ্বোধন করা হয় উপজেলাভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। এতে শুধু গোলাপগঞ্জের নয় অন্যান্য উপজেলার খেলোয়াড়েরাও অংশ নেন।
আমুড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ধারাবহরে টিলাবেষ্টিত এই স্টেডিয়াম বাস্তবায়নে দেশ-বিদেশে চলে মানববন্ধন, আলোচনা সভাসহ নানা কর্মসূচি। দীর্ঘদিন আন্দোলনের ফলে টনক নড়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের। সম্প্রতি উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান পরিদর্শন করে স্টেডিয়াম বাস্তবায়নের প্রদক্ষেপ গ্রহণ করেন। তিনি ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ নামকরণ করে সীমানা নির্ধারণ করেন এবং দ্রুত মাঠের ড্রেসিং করারও ঘোষণা দেন। উপজেলা নির্বাহী অফিসারের এই পদক্ষেপকে ধন্যবাদ জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের সদস্যরা। মাঠের ড্রেসিং কাজের জন্য প্রাথমিকভাবে ১ লাখ টাকার অনুদান প্রদান করেন তাঁরা।

মাঠের উন্নয়নকাজ শেষ হলে উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে আয়োজন করা হয় ক্রিকেট টুর্নামেন্ট। ৫ এপ্রিল শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। খেলায় চ্যাম্পিয়ন হয় ধারাবহর সূর্যোদয় তরুণ সংঘ এবং রানার্সআপ হয় ইলেভেন স্টার ক্রিকেট একাদশ। খেলাটি পরিচালনা করেন আজমির আহমদ রাসেলসহ অন্যরা।
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল
১. ধারাবহর সূর্যোদয় তরুণ সংঘ।
২. কদমরসুল প্রগতি সংঘ ক্রিকেট ক্লাব।
৩. উত্তর ধারাবহর সুপার স্টার।
৪. শিলঘাট ইয়ং স্টার।
৫. বন্ধন স্পোর্টিং পশ্চিম ধারাবহর।
৬. বারকোট ফুটন্ত গোলাপ ক্রিকেট একাদশ।
৭. ইলেভেন স্টার একমাইল।
৮. উত্তর বারকোট ক্রিকেট একাদশ।
৯. দুরন্ত ধারাবহর ক্রিকেট একাদশ।
১০. আমনিয়া স্পোর্টিং ক্লাব।
১১. জুনিয়র টিম ধারাবহর।
১২. দত্তরাইল লালমাটি ক্রিকেট একাদশ।
১৩. আমুড়া ফ্রেন্ড স্টাফ ক্রিকেট একাদশ।
১৪. নয়াপাড়া ক্রিকেট একাদশ।
১৫. অ্যাট্যাকিং ফ্রেন্ডস স্টাফ ঢাকাদক্ষিণ।
১৬. আমনিয়া ভাইকিংস।
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট যাঁদের সৌজন্যে অনুষ্ঠিত হয়, তাঁরা হলেন:
১. মোহাম্মদ আব্দুল বাছিত, সভাপতি (বাদেপাশা ইউনিয়ন)।
২. হারুন মিয়া, ট্রাস্টি (লামা চন্দরপুর, বুধবারীবাজার ইউনিয়ন)।
৩. আব্দুল কাদির হাসনাত, ট্রাস্টি (বুধবারীবাজার ইউনিয়ন)।
৪. রুহুল আমিন রুহেল, সহসভাপতি (দত্তরাইল, ঢাকাদক্ষিণ ইউনিয়ন)।
৫. মোহাম্মদ জহির হোসেন গৌছ, সহসভাপতি (বাগিরঘাট, বুধবারীবাজার ইউনিয়ন)।
৬. আনোয়ার শাহজাহান, জেনারেল সেক্রেটারি (রায়গড়, ঢাকাদক্ষিণ ইউনিয়ন)।
৭. বদরুল আলম বাবুল, কোষাধ্যক্ষ (লামা চন্দরপুর, বুধবারীবাজার ইউনিয়ন)।
৮. তারেক রহমান ছানু, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (শরিফগঞ্জ ইউনিয়ন)।
৯. শিহাব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক (ধারাবহর, আমুড়া ইউনিয়ন)।
১০. সালেহ আহমদ, সদস্য বিষয়ক সম্পাদক (লামা চন্দরপুর, বুধবারীবাজার ইউনিয়ন)।
