ব্রিটেনে প্রথমবারের মত অনুষ্ঠিত হল গোলাপগঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট। গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে প্রবাসী গোলাপগঞ্জবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
গত ৭ জুলাই পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার আহবাব হোসেন। ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিতের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রত্যেকটি দলের ম্যানেজারদের নিয়ে লটারির মাধ্যমে ১০ টি দলকে নিয়ে ২ টি গ্রুপ গঠন করা হয়। লটারি পরিচালনা করেন গোলাপগঞ্জ ফেস্টিভ্যাল উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুল বাছির, ট্রেজারার বদরুল আলম বাবুল ও স্পোটস সেক্রেটারি মোঃ মুকিতুর রহমান। এসময় ট্রাস্টের ইসি কমিটি ও বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা ড. রেণু লুৎফা, ড. আব্দুল আজিজ তকি, ভাইস চেয়ারম্যান রুহুল আমিন রুহেল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন গৌছ, ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান খান সুজা, এসিসটেন্ট সেক্রেটারি জেনারেল তারেক রহমান ছানু, এসিসটেন্ট ট্রেজারার হাসান আহমদ, কালচারাল সেক্রেটারি রায়হান উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি জেনিফার সারোয়ার লাক্সমী, এডুকেশন সেক্রেটারি মোঃ নাছির উদ্দিন, মেম্বারশিপ সেক্রেটারি সালেহ আহমদ, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি শিহাব উদ্দিন, ইসি মেম্বার আব্দুল মুনিম জাহেদী করল, রুহুল কুদ্দুস জুনেদ, নুরুল ইসলাম, এনামুর রহমান এনু এবং মাহমুদুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি ডেপুটি স্পিকার আহবাব হোসেন বলেন, শারীরিক চর্চাই মানসিক বিকাশের প্রথম পাঠ। আলোকিত দেশ ও জাতি গঠনের জন্য সবল দেহ ও সুস্থ মন প্রয়োজন। এর মাধ্যমে প্রবাসেও দেশের ভাবমূর্তি বজায় রাখা সম্ভব।
টুর্নামেন্ট ব্রিটেনের বিভিন্ন শহর থেকে পুরুষদের পাশাপাশি মহিলা ও শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সকাল ১১ ঘটিকার দিকে টুর্নামেন্টের উদ্বোধন করে সন্ধ্যা ৭ ঘটিকার সময় সমাপনী করা হয়।
অনুষ্ঠানে গোলাপগঞ্জের যে সকল কমিউনিটি নেতৃবৃন্দ সহ ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন তারা হলেন,
গোলাপগঞ্জ পৌরসভা থেকে জি এম অপু সাহরিয়া, ছাব্বির আহমদ সাহেদ, শামিম আহমদ, মুন্না আহমেদ, দিপু চৌধুরী, কবির আহমদ, টিপু সারওয়ার, আজিজুর রহমান, ওলি আহমেদ, রেজাউর রহমান (রাজু), সালেহ আহমদ, সাইফুল আহমেদ, আবিদ আহমেদ, রেদওয়ান আহমেদ প্রমুখ।
বাঘা ইউনিয়ন থেকে ফেরদৌস আলম, আলী হোসেন প্রমুখ।
গোলাপগঞ্জ ইউনিয়ন থেকে ড. রেণু লুৎফা, ড. আব্দুল আজিজ তকি, মোহাম্মদ জাকারিয়া, মুফিজুর রহমান চৌধুরী একলিল, মাছুম আহমদ, মাহমুদ মিয়া মানিক, মছরু জামান, রাজু হোসাইন, জাবির জাকারিয়া, আবু সাব্বির, এহছানুজ্জামান, রাজ হোসেন, বদর আহমদ, নাহিদ আহমদ, মোহাম্মদ সাইদুল, সুজেদ আহমদ, নাকিব হোসেন, আবির সাহিদ প্রমুখ।
ফুলবাড়ি ইউনিয়ন থেকে উপস্থিত ছিলেন আব্দুর রহমান খান সুজা, আব্দুল মুনিম জাহেদী ক্যারল প্রমুখ।
লক্ষীপাশা ইউনিয়ন থেকে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান, ছরওয়ারদি হাসান, খুরশেদ আলম রিকু, জুনেদ আহমদ, শরীফুল ইসলাম, কাজী দেলওয়ার হোসেন, সুয়েব আহমদ, জিয়াউল হক শামীম, জহরুল ইসলাম মাসুদ প্রমুখ।
বুধবারীবাজার ইউনিয়ন থেকে উপস্থিত ছিলেন আব্দুল কাদির হাসনাত, মকলু মিয়া, মাইজ উদ্দিন আহমদ, মকলূ মিয়া, আফছর হোসেন এনাম, মাহবুবুর রহমান রুনু, বেলাল আহমদ মিলন, বদরুল আলম বাবুল, সালেহ আহমদ, জেনিফার সারোয়ার লাক্সমী, কবির আহমদ বাদশা, কয়েছ আহমদ রুহেল, আবুল মিয়া, মনসুর আলম, করিম উদ্দিন, ফখরুল ইসলাম, খায়রুল আলম, অনিক হোসেন প্রমুখ।
ঢাকাদক্ষিণ ইউনিয়ন থেকে উপস্থিত ছিলেন আতাউর রহমান আঙ্গুর মিয়া, রুহুল আমিন রুহেল, মাহমুদুর রহমান শানুর, রুহুল কুদ্দুস জুনেদ, আনোয়ার শাহজাহান, আব্দুল বাছির, রায়হান উদ্দিন, রিয়াজ উদ্দিন, মোঃ মুকিতুর রহমান, নুরুল ইসলাম, ফরিদ আহমদ, শাকিলুর রহমান, কামরুল ইসলাম, কিশোয়ার আনাম, কামরুজ্জামান চাকলাদার, ফরিদ আহমদ, মোহাম্মদ মঞ্জু, ইমরুল হোসেন, আজিজুর রহমান দারা, তানভীর শাহজাহান, শোয়েব রহমান, ফারহাত বাছির, রিফাত বাছির, নাছিম রহমান, আবিদ রহমান প্রমুখ।
লক্ষনাবন্দ ইউনিয়ন থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ সায়ফুল ইসলাম, আম্বিয়া আহমদ সমির শামীম আহমদ, তানিম আহমদ, জয়নুল আহমদ, হামজা আহমদ, আকরাম খান, মোহাম্মদ ইসা, হেলাল উদ্দিন, রাফিউল ইসলাম প্রমুখ।
ভাদেশ্বর ইউনিয়ন থেকে উপস্থিত ছিলেন দিপু চৌধুরী, রোমান আহমদ চৌধুরী, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মারুফ আহমদ চৌধুরী, এনামুর রহমান এনু প্রমুখ।
পশ্চিম আমুড়া ইউনিয়ন থেকে উপস্থিত ছিলেন, শিহাব উদ্দিন, মোঃ তাজ উদ্দিন, শাহনুর, কামরুল প্রমুখ।
উত্তর বাদেপাশা ইউনিয়ন থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল বাছিত, আখতার হোসেন, হাছান আহমদ, জাওয়াদ বাছিত, রেজওয়ান বাছিত, জামাল মিয়া (আছলম), দেলোয়ার হোসেন, আদিল হোসেন, সাহেদ লস্কর, মনসুর আলী, তাম্বির আহমদ ও হাবিব আহমেদ প্রমুখ।
শরিফগঞ্জ ইউনিয়ন থেকে উপস্থিত ছিলেন তারেক রহমান ছানু, মোঃ মুহিবুল হক, মোঃ নাছির উদ্দিন, কামরুজ্জামান সাজু, জামাল উদ্দিন, মুজিবুর রহমান, আরিফ রোমান, আবিদ সুলতান, আবু তাহের, জাহাঙ্গীর, তাহের এবং তামিম।
গোলাপগঞ্জ ফুটবল টুর্নামেন্টে ঢাকাদক্ষিণ ইউনিয়ন ফুটবল দলকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ফুটবল দল। দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ জাকারিয়া এবং মুফিজুর রহমান চৌধুরী একলিল।
ফাইনাল খেলার রেফারি ছিলেন রোমান আহমদ চৌধুরী (ভাদেশ্বর) এবং তাকে সহযোগিতা করেন মকলূ মিয়া (বুধবারীবাজার) জি এম অপু সাহরিয়া (পৌরসভা)।
খেলায় রানার্স আপ হয় ঢাকাদক্ষিণ ইউনিয়ন ফুটবল দল এবং তৃতীয় স্থান অধিকার করে শরিফগঞ্জ ইউনিয়ন ফুটবল দল এবং চতুর্থ স্থান অধিকার করে গোলাপগঞ্জ পৌরসভা।
আগামী ২৮ জুলাই গোলাপগঞ্জ ফেস্টিভ্যালে বিজয়ী দলগুলোকে কাপ এবং খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড় এবং ম্যানেজারদের মেডেল দেয়া হবে।
