গোলাপগঞ্জ উৎসব ২০১৯ – অনুষ্ঠান সূচি


ব্রিটেনে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে গোলাপগঞ্জ উৎসব। গৌরবের এই উৎসবে আমরা শেকড়ের সন্ধানে সম্মিলিত হতে চাই। মূল্যায়ন করতে চাই আমাদের অর্জন। নির্ধারণ করতে চাই উজ্জ্বলতর আগামীর লক্ষ্যে এগিয়ে চলার পথ।

এ উপলক্ষে আগামী ২৮ জুলাই রবিবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে আযোজন করা হয়েছে দিনব্যাপী অনুষ্ঠানের। এতে গোলাপগঞ্জের সকল নেতৃবৃন্দরা যোগ দেবেন। এ আয়োজনকে সার্থক করার জন্য আপনাদের সবান্ধব অংশগ্রহন প্রার্থনা করি।


  • অনুষ্ঠান সূচিঃ

▪︎ দুপুর ১২.৩০ ঘটিকায় – শুভ উদ্বোধন
▪︎ দুপুর ১.৩০ ঘটিকায় – মহিলাদের তত্ত্বাবধানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
▪︎ ১২.৪৫ -২.০০ ঘটিকা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি (দুপুর ৩.০০ ঘটিকার পর কোন খাবার পরিবেশন করা হবে না)
▪︎ দুপুর ২.০০ ঘটিকায় – সেমিনার ও আলোচনা সভা
▪︎ বিকাল ২.৪৫ ঘটিকায় – পুঁথি পাঠের আসর
▪︎ বিকাল ৩.১৫ ঘটিকায় – “প্রজন্মের সেতু” স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
▪︎ বিকাল ৩.৩০ ঘটিকায় – গোলাপগঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
▪︎ বিকাল ৪.০০ ঘটিকায় – এচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান
▪︎ বিকাল ৪.১৫ ঘটিকায়- গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটি এবং ইসি কমিটির সদস্যদের পরিচিতি অনুষ্ঠান
▪︎ বিকাল ৪.৪৫ ঘটিকায় – বিজ্ঞাপন দাতাদের সম্মাননা প্রদান
▪︎ বিকাল ৫.০০ ঘটিকায় – যাদু প্রদর্শনী
▪︎ বিকাল ৫.১৫ ঘটিকায় – সিলেটি আঞ্চলিক গান
▪︎ বিকাল ৫.৪৫ ঘটিকায় – ধামাইল গান ও নাচ
▪︎ সন্ধ্যা ৬.১৫ ঘটিকায় – শুধুমাত্র মহিলাদের অংশগ্রহণে অনুষ্ঠান
▪︎ সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় – সাংস্কৃতিক অনুষ্ঠান, গান ও নাচ
▪︎ সন্ধ্যা ৭.৫০ ঘটিকায়- “গোলাপগঞ্জ উৎসব ২০২০” এর লোগো উন্মোচন এবং তারিখ ঘোষণা
▪︎ সন্ধ্যা ৮.০০ ঘটিকায় – সমাপনী বক্তব্যের মাধ্যমে গোলাপগঞ্জ উৎসব এর সমাপ্তি ঘোষণা

আমন্ত্রণে
গোলাপগঞ্জ উৎসব উদযাপন কমিটি।