ব্রিটেনে গোলাপগঞ্জ কমিউনিটির সেবাদানের জন্য ক্রয় করা হচ্ছে গোলাপগঞ্জ হাউস

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে ব্রিটেনে বসবাসরত গোলাপগঞ্জ কমিউনিটির সেবাদানের জন্য বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনে ক্রয় করা হচ্ছে গোলাপগঞ্জ হাউস।

গোলাপগঞ্জ হাউসে গোলাপগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠনের সভা- সেমিনার, বয়স্ক লোকের জন্য বিভিন্ন সেবামুলক কার্যক্রম, ছাত্র-ছাত্রীদের জন্য বাংলা এবং আরবি শিক্ষার ব্যবস্থা সহ গোলাপগঞ্জ এলাকার নাগরিকদের জন্য বিভিন্ন সামাজিক অনুষ্ঠানাদির ব্যবস্থা থাকবে।

গোলাপগঞ্জ হাউসের পার্মানেন্ট ডোনার মেম্বারশিপ ফি ৫০০ পাউন্ড এবং লাইফটাইম ডোনার মেম্বারশিপ ফি ২৫০ পাউন্ড। এছাড়া গোলাপগঞ্জের নাগরিক নন তারাও ৫০০ পাউন্ড ফি দিয়ে পার্মানেন্ট অ্যাসোসিয়েট ডোনার মেম্বারশিপ এবং ২৫০ পাউন্ড ফি দিয়ে লাইফটাইম অ্যাসোসিয়েট ডোনার মেম্বারশিপ গ্রহণ করতে পারবেন।

গোলাপগঞ্জ হাউসটি ক্রয় করা হবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের নিজস্ব নামে এবং এটির ব্যবস্থাপনায় থাকবে সোশ্যাল ট্রাস্টের ইসি কমিটি।

গোলাপগঞ্জ হাউসের দাতা সদস্যদের আনুষ্ঠানিক ভাবে সম্মানিত করা হবে। এছাড়াও গোলাপগঞ্জ হাউসের প্রধান ফটকে খোদাই করে লেখা থাকবে দাতা সদস্যদের নাম। পাশাপাশি গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের সবগুলো প্রকাশনায় প্রকাশিত হবে তাদের পরিচিতি।

✝ গোলাপগঞ্জ হাউসের জন্য বর্তমানে ৪ ক্যাটাগরিতে সদস্যপদ নেয়া হচ্ছে। যেমন;

১। পার্মানেন্ট ডোনার মেম্বার।
২। লাইফটাইম অ্যাসোসিয়েট ডোনার মেম্বার।
৩। পার্মানেন্ট এসোসিয়েট ডোনার মেম্বার।
৪। লাইফটাইম অ্যাসোসিয়েট ডোনার মেম্বার।

(এখানে বিশেষভাবে উল্লেখ্য যে,
দান বা দাতার কোন শ্রেনী-বিভাগ করা অনূচিত, সকল দাতাগনই আমাদের নিকট সন্মানিত এবং যেকোন পরিমানের দান সন্মানের সাথে গ্রহনীয়। আমরা শুধুমাত্র দানে উৎসাহিত করার জন্যই এখানে দাতাগনের শ্রেনী-বিভাগ করেছি)।

গোলাপগঞ্জ হাউসের দাতা সদস্য হতে আগ্রহীরা গোলাপগঞ্জ হাউস ব্যাংক অ্যাকাউন্টে ১০০ পাউন্ড জমা দিয়ে ট্রাস্টের চেয়ারম্যান/জেনারেল সেক্রেটারি/ ট্রেজারারের সাথে যোগাযোগ করে চুক্তিপত্র সংগ্রহ করতে পারেন। অবশিষ্ট ফি ২০২০ সালের ১০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। ফি জমাদানের সময় reference এ জমা দাতার নাম উল্লেখ করবেন। অবশিষ্ট ফি নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হলে দাতা সদস্যদের নামের তালিকা হতে সংশ্লিষ্ট ব্যক্তির নাম মুছে ফেলে ঐ ক্রমিক নম্বরে অন্য দাতাদের নাম লিপিবদ্ধ করা হবে এবং ফি ফেরতযোগ্য নয়।

Account Name: Golapganj House (UK)
Sort Code. 40-19-04
Account No. 12186950
HSBC Bank Plc

✝ বিস্তারিত জানতে হলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। www.GolapganjSocialTrust.com

#Golapganj_House, #GUST

http://www.golapganjsocialtrust.com/WP-admin

বিস্তারিত জানতে হলে যোগাযোগ করুন, আনোয়ার শাহজাহান 07957 98163