কমিউনিটির প্রতি কমিটমেন্ট এবং কার্যক্রমের স্বীকৃতস্বরূপ গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টকে সম্বর্ধিত করল ক্রয়ডন কাউন্সিল।
গত ১১ ডিসেম্বর বুধবার দুপুর ২ঘটিকার সময় ক্রয়ডন কাউন্সিলের পক্ষে এই সম্বর্ধনা সভার আয়োজন করেছিলেন ক্রয়ডন কাউন্সিলের মেয়র হুমায়ূন কবির। ক্রয়ডন সিটি হলে মেয়রস পার্লারে অনুষ্ঠিত এই সম্বর্ধনা সভায় ট্রাস্টের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্বর্ধনা সভায় মেয়র হুমায়ূন কবির বলেন, ২ বছরের মধ্যে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট কমিউনিটির কল্যাণে যে সকল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তা আমাদের কমিউনিটির জন্য সুখবর। এভাবে কমিউনিটির সংগঠনগুলো যদি এগিয়ে আসে তবে আমাদের যুব সমাজকে
নাইফ ক্রাইম, ড্রাগ আসক্তি থেকে বের করে নিয়ে আসা কঠিন কাজ হবে না। তিনি কাউন্সিলের পক্ষ থেকে সব ধরনের সাহায্য ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি ক্রয়ডন কাউন্সিলের পক্ষ থেকে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টকে একটি ক্রেস্ট প্রদান করেন।
সম্বর্ধনা সভায় গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান, মেম্বারশিপ সেক্রেটারি সালেহ আহমদ, বোর্ড মেম্বার মোহাম্মদ জাকারিয়া, ট্রাস্টের অন্যতম সদস্য আব্দুল বাছির এবং গিয়াস উদ্দিন প্রমুখ।
সম্বর্ধনা সভায় গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের নেতৃবৃন্দরা বলেন, আজকের সম্বর্ধনা হল আমাদের কাজের স্বীকৃতি। কাজের স্বীকৃতি সব সময়ই আনন্দের। এটি আমাদের এক বিশেষ প্রাপ্তি। আমরা যে সংকল্প নিয়ে কমিউনিটির কাছে যেতে পেরেছি, এটা তারই একটি নিদর্শন। আর কোনো স্বীকৃতি পেলে আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে দায়বদ্ধতাও বেড়ে যায়। এই প্রাপ্তি শুধু গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের একার নয়; এর ভাগিদার প্রবাসী গোলাপগঞ্জের সকল নাগরিকদের।
