গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্টের পিঠা উৎসব নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

গত ১০ ফেব্রুয়ারি রবিবার রাত ৯ ঘটিকার সময় গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের আয়োজনে আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পিঠা উৎসব এর অগ্রগতি নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অনুষ্ঠান পরিচালনা, বাজেট, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এতে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের সভাপতি মোহাম্মদ আব্দুল বাছিত, সহ-সভাপতি রুহল আমিন রুহেল, জহির হোসেন গৌছ, সাধারণ সম্পাদক আনোয়ার শাহজাহান, ট্রেজারার বদরুল আলম বাবুল, কালচারাল সেক্রেটারি রায়হান উদ্দিন, ট্রাস্টের সদস্য সায়াদ আহমদ সাদ প্রমুখ।

সভায় ট্রাস্টের সদস্যপদ গ্রহণ করেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সভাপতি তমিজুর রহমান রঞ্জু এবং গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ আব্দুল কাদির হাসনাত। সভায় তাদেরকে ট্রাস্টের সদস্যপদ গ্রহণ করার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।