গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের ২য় বছর পূর্তি উদযাপন

ব্রিটেনে গোলাপগঞ্জ কমিউনিটির জনপ্রিয় সংগঠন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের ২য় বর্ষ পূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত ২২ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের কবি নজরুল প্রাইমারি স্কুলে কেক কেটে বর্ষপূর্তি পালন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিতের সভাপতিত্বে এবং সদস্য আব্দুল বাছিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রয়ডন কাউন্সিলের মেয়র কাউন্সিলার হুমায়ূন কবির।

আলোচনা সভায় বক্তারা বিগত দুই বছরে ট্রাস্টের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এসময় ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন গৌছ ট্রাস্টের ভবিষ্যত কার্যক্রমে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন।

জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান ট্রাস্ট প্রতিষ্ঠার কারণ তুলে ধরে অতীতের মত ভবিষ্যতেও সকলের সাহায্যে ও সহযোগিতা কামনা করেন।

ট্রেজারার বদরুল আলম বাবুল ভবিষ্যতে গোলাপগঞ্জ ট্রাস্টের মেম্বারশিপ ফি ও এবং দাতা সদস্যদের ফি দিয়ে পূর্ব লন্ডনে একটি কমিউনিটি সেন্টার ক্রয়ে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।

মেম্বারশিপ সেক্রেটারি সালেহ আহমদ বিগত দিনগুলোতে ট্রাস্টের সদস্যবৃদ্ধিতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্রাস্টের ইসি কমিটির সদস্য ও বর্ষপূর্তি অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত সদস্য মোহাম্মদ আব্দুল মতিন অনুষ্ঠান সফল করে তুলতে যারা সাহায্য ও সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জানান।

সভায় আরো বক্তব্য রাখেন, বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সদস্য মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রথম আহবায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান শানুর, রোমান আহমদ চৌধুরী, মুহিবুর রহমান মুহিব, সদস্য মুফিজুর রহমান চৌধুরী আকলিল, ইয়াহিয়া খান, প্রমুখ।

উল্লেখ্য, ব্রিটেনপ্রবাসী গোলাপগঞ্জ অঞ্চলের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং বাংলাদেশের সঙ্গে প্রবাসী প্রজন্মের মধ্যে আস্থা ও নির্ভরতার সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০১৭ গঠিত হয়েছিল গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট। প্রতিষ্ঠার দুই বছরের মধ্যে সংগঠনের সদস্য সংখ্যা ৫০০’শর কাছাকাছি। ভবিষ্যতে প্রবাসী গোলাপগঞ্জ কমিউনিটির সেবাদানের জন্য পূর্ব লন্ডনে ক্রয় করা হচ্ছে একটি কমিউনিটি সেন্টার।

২০১৯ সালের ২৮ জুলাই ব্রিটেনে প্রথমবারের মত অনুষ্ঠিত হয় গোলাপগঞ্জ উৎসব। গোলাপগঞ্জ উৎসবের স্বপ্নদ্রষ্টা ছিল গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট (ইউকে)। এরই ধারাবাহিকতায় ২০২০ সালেও সোশ্যাল ট্রাস্ট আয়োজন করতে যাচ্ছে ২য় গোলাপগঞ্জ উৎসব ২০২০। এছাড়াও সংগঠনটি ইতিমধ্যে সম্পূর্ণ ফ্রি বিভিন্ন সেবামূলক কার্যক্রম এবং বিভিন্ন ক্রীড়ামূলক প্রতিযোগিতার আয়োজন করে।

সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য ও জিএসসি সাউথ ইস্ট রিজিয়নের সভাপতি মোহাম্মদ ইছবাহ উদ্দিন, আফসার আহমদ খান, সাবেক কাউন্সিলার আব্দুস শহীদ আহমদ,বাবুল হোসেন, মো নাজিমুদ্দিন, মোশাররফ হোসেন খোকন, একাউন্টেট তাজুল ইসলাম, আলহাজ্ব মনজির আলী, ছাদেক আহমদ, অপু সাহরিয়া, হাফিজুর রহমান সেলিম, আঙ্গুর মিয়া, আবুল কাহের নানু, আশুক আহমদ, আছাবুর রহমান জীবন, ছাদেক আহমদ, তাজুল ইসলাম, দেলোয়ার হোসেন, মিছবাহ উদ্দিন, কামাল নজরুল ইসলাম, জসীম হায়দার, জোসনা পারভীন, নাসরিন শাহজাহান, রাহেলা হোসেন, পারভীন আক্তার চৌধুরী, মোহাম্মদ জিয়া উদ্দিন, রওশন জাহান, জেসমিন বেগম, রাহিমা ইসলাম, রাজু সাঈদ আহমদ, আব্দুল হান্নান, গিয়াস উদ্দিন, হাফিজুর রহমান সেলিম প্রমুখ।

পরে চেয়ারম্যান আব্দুল বাছিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।