যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটিতে শাকসবজি চাষে উৎসাহ দিতে চলতি বছর থেকে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট সবজি মেলার আয়োজন করতে যাচ্ছে। এ বছর করোনা ভাইরাসের কারণে শুধু কদুর (লাউ) অনলাইন প্রতিযোগিতা এবং প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
সবজি মেলা প্রদর্শনীতে যাঁরা অংশগ্রহণ করতে চান, তাঁরা তাঁদের নিজস্ব ক্ষেতে উৎপাদিত কদুর ১ মিনিটের ভিডিও (প্রতিযোগীর ছবি সহ) 07946 646642 নম্বরে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে হোয়াটসঅ্যাপ করার জন্য বলা হয়েছে।
যে সকল প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাদের ভিডিও গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের ফেসবুক পেজে (www.facebook.com/GolapganjTrust) আপলোড করে ভোটাভুটির মাধ্যমে ৫ জন প্রতিযোগিকে নির্বাচিত করা হবে। পরে লাইভ অনুষ্ঠানে ভোটাভুটির মাধ্যমে ৫ জন থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে নির্বাচিত করে পুরস্কৃত করা হবে। আগামী বছর পূর্ব লন্ডনে কমিউনিটি সেন্টার কিংবা পার্কে সব ধরনের সবজি প্রদর্শনীর আয়োজন করবে বলে ট্রাস্টের নেতৃবৃন্দরা জানিয়েছেন।
বিস্তারিত জানতে হলে ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত (07956 433322), জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান (07946 646642) এবং ট্রেজারার বদরুল আলম বাবুলের (07903 827757) সাথে যোগাযোগ করতে পারেন।
এছাড়াও ট্রাস্টের ওয়েবসাইট www.golapganjsocialtrust.com থেকে তথ্য জানতে পারেন।
