ব্রিটেনে বসবাসরত গোলাপগঞ্জবাসীদেরকে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট (ইউকে)’র সদস্যপদ গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট (ইউকে) বিলাতবাসী গোলাপঞ্জের সকল প্রজন্মকে নিয়ে ২০১৯ সালে ‘প্রথম গোলাপগঞ্জ উৎসব’-এর আয়োজন করে। এছাড়া বিলাতে গোলাপগঞ্জবাসীদের মধ্যে যোগসূত্র স্থাপনের জন্য গুণীজন সম্মাননা, মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে উৎসবের মাধ্যমে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি তাদের পরিচিতি তুলে ধরে একটি প্রকাশনার কাজ এগিয়ে চলছে।
গোলাপগঞ্জবাসীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরো জোরদার করার জন্য অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করছে। এ ছাড়াও পূর্ব লন্ডনে ট্রাস্টের সদস্যদের ফি দিয়ে একটি ভবন ক্রয় করে সেখানে থেকে পরিচালিত হবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের কার্যক্রম।
ব্রিটেনে অনেকগুলো সংগঠন আছে যারা গোলাপগঞ্জ এলাকায় শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা যারা, বিলাতে আছি আমাদের নিজেদের মধ্যে সেতুবন্ধন রচনার পাশাপাশি আমাদের পূর্বসূরিদের সঙ্গে উত্তরসূরিদের সেতুবন্ধন রচনা করার মতো কোনো সংগঠন নেই। তাই বিলাতে বসবাসরত গোলাপগঞ্জবাসীদের মধ্যে পারস্পরিক সেতুবন্ধন রচনা, গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যে চর্চার মাধ্যমে আমাদের ভবিষ্যত প্রজন্মকে শিকড়ের সন্ধান দেয়ার প্রত্যয় নিয়ে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যাত্রা শুরু করে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট (ইউকে)। আমাদের এ সংগঠনের কাজগুলো মূলত উল্লিখিত লক্ষকে সামনে রেখেই পরিচালিত হচ্ছে এবং এজন্যই আমরা একেবারে নতুন চিন্তাধারা থেকে সংগঠনটি গড়ে তুলেছি। এখানেই আমাদের চিন্তা-চেতনার বৈচিত্র, এবং সম্ভবত এটিই হবে বিলাতবাসী বাংলাদেশীদের মধ্যে গতানুগতিক চিন্তাধারা থেকে বেরিয়ে এসে নতুন কিছু করার প্রথম উদ্যোগ। সেজন্য এ সংগঠনটির মাধ্যমে গোলাপগঞ্জের মানুষ বিলাতের বুকে আরেকটি ঐতিহ্য যে প্রতিষ্ঠার ধারক ও বাহক হতে যাচ্ছেন এ দাবি আমরা এ সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমেই প্রমাণ করতে যাচ্ছি।
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট (ইউকে) এর সদস্য ফি মাত্র একশত পাউন্ড (১০০ পাউন্ড)। ব্রিটেনে বসবাসরত গোলাপগঞ্জের যে কোন নাগরিক গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের সদস্য হতে পারবেন।
এ বিষয়ে কোনো কিছু জানতে হলে যোগাযোগ করুন:
আনোয়ার শাহজাহান
মোবাইল: 07957 981636
ইমেইল: golapganjsocialtrust@gmail.com
ওয়েবসাইট: www.GolapganjSocialTrust.com
ফেইসবুক পেইজ: www.facebook.com/golapgansocialjtrust
