গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট (ইউকে)
দ্বি-বার্ষিক নির্বাচন ২০২১ এর জন্য নমিনেশন আহবান

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট (ইউকে)- এর বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির নির্বাচন আগামী ৮আগষ্ট ২০২১, রবিবার; Amar Gaon, 50 Brick Lane, London, E1 6RF এ ঠিকানায় অনুষ্ঠিত হবে।
গোলাপগঞ্জ উপজেলার প্রত্যেক ইউনিয়ন এবং পৌরসভা থেকে ৩ (তিন) জন করে বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সদস্য নির্বাচিত হবে।
নির্বাচনী এলাকা
গোলাপগঞ্জ পৌরসভা
১ নম্বর বাঘা ইউনিয়ন
২ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়ন
৩ নম্বর ফুলবাড়ি ইউনিয়ন
৪ নম্বর লক্ষিপাশা ইউনিয়ন
৫ নম্বর বুধবারীবাজার ইউনিয়ন
৬ নম্বর ঢাকাদক্ষিণ ইউনিয়ন
৭ নম্বর লক্ষনাবন্দ ইউনিয়ন
৮ নম্বর ভাদেশ্বর ইউনিয়ন
৯ নম্বর পশ্চিম আমুড়া ইউনিয়ন
১০ নম্বর উত্তর বাদেপাশা ইউনিয়ন
১১ নম্বর শরীফগঞ্জ ইউনিয়ন।
নমিনেশনপত্র (Nomination Form)
১। নমিনেশনপত্র ট্রাস্টের ওয়েবসাইট (www.GolapganjSocialTrust.com) অথবা সংশ্লিষ্ট কমিশনারদের নিকট থেকে সংগ্রহ করা যাবে।
২। নমিনেশনপত্র যথাযথ পূরণ করে নির্ধারিত ফি সহ আগামী ১৯ জুলাই ২০২১ ইংরেজি, সোমবার রাত ৯ঘটিকার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার অথবা কমিশনারদের সাথে যোগাযোগ করে জমা দিতে হবে।
৩। বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের জন্য নমিনেশন ফি ১০০ পাউন্ড (একশত পাউন্ড) ট্রাস্টের একাউন্টে জমা অথবা নগদ পরিশোধ করতে হবে এবং তা অবশ্যই অফেররতযোগ্য।
৪। নির্বাচনে অংশগ্রহণকারী সকল বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের নিজ নিজ দক্ষতা, অভিজ্ঞতা এবং ট্রাস্টকে এগিয়ে নিয়ে যেতে কিভাবে অবদান রাখবেন সে সম্পর্কে ১০০ শব্দের একটি বিবরণ প্রধান নির্বাচন কমিশনার বরাবরে ইমেইল অথবা নমিনেশনপত্রের সাথে জমা দিতে হবে (বাধ্যতামূলক নয়)। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের পরিচিতিমূলক একটি ম্যাগাজিন প্রকাশ করা হবে।
৫। নির্বাচনের দিন পর্যন্ত যাদের মেম্বারশিপের মেয়াদ ১বছর পূর্ণ হবে শুধুমাত্র তারাই নির্বাচনে প্রার্থী হতে পারবে।
৬। কোন প্রার্থী খোলা-মেলা নির্বাচনী সভা, সমাবেশ করতে পারবে না। এটি প্রমাণিত হলে প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হবে।
৫। নমিনেশনপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৪জুলাই ২০২১, শনিবার রাত ৮ঘটিকা পর্যন্ত।
যোগ্যতা (Eligibility)
১। ২০২১ সালের ৬জুলাই, মঙ্গলবার, সন্ধ্যা ৭ঘটিকা পর্যন্ত যারা সদস্যপদ গ্রহণ করবে শুধুমাত্র তারাই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
২। যারা ইতোমধ্যে সদস্যপদ গ্রহণ করেছেন কিন্তু সদস্য ফি জমা দেন নাই তারাও ২০২১ সালের ৬জুলাই, মঙ্গলবার, সন্ধ্যা ৭ঘটিকা পর্যন্ত সদস্য ফি জমা দিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
ভোটিং (Voting)
১। ৮আগস্ট ২০২১, রবিবার দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে; যথাসম্ভব দুপুর ২ঘটিকা হতে বিকাল ৬ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
২। ভোটারদেরকে যে কোন একটি আইডি যেমন, ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট) সাথে আনতে হবে।
৩। প্রত্যেক ভোটারকে স্বাক্ষর প্রদানের মাধ্যমে ব্যালট পেপার সংগ্রহ করতে হবে।
৪। শারিরীক অসুস্থতার কারণে এবং দেশের বাহিরে ভ্রমণজনিত কারণে সশরীরে ভোট প্রদানে অক্ষম হলে প্রধান নির্বাচন কমিশনারের কাছে পোষ্টাল ভোটের জন্য আবেদন করে ভোটাধিকার প্রয়োগ করা যাবে। এক্ষেত্রে এয়ারলাইনস টিকিট অথবা ডাক্তার- হাসপাতালের রিপোর্ট দেখাতে হবে।
৫। M25 এর বাহিরে অবস্থানরত যে কোন ভোটার কোন কারণ ছাড়াই পোষ্টাল ভোট দিতে পারেন। তবে তাদের ঠিকানা ট্রাস্টের রেকর্ডে M25 এর বাহিরে থাকতে হবে। ভোটার লিস্টে ঠিকানা হালনাগাদ না থাকলে নির্বাচন কমিশনারের কাছে ঠিকানা সম্মলিত প্রমাণ পত্রের মাধ্যমে পোষ্টাল ভোট সংগ্রহ করা যাবে।
৬। পোষ্টাল ভোটের জন্য ভোটার ইচ্ছে করলে যে কোন বাহকের (ট্রাস্টের সদস্য হতে হবে) মাধ্যমেও ব্যালট পেপার সংগ্রহ এবং নির্বাচন কমিশনারের কাছে পৌঁছতে পারেন। এক্ষেত্রে উল্লেখ্য যে, পোষ্টাল ভোট লেখা অ্যানভেলাপে ব্যালট পেপারখানা অবশ্যই নির্বাচনের নির্ধারিত দিনক্ষণের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের বরাবরে পৌছাতে হবে। অ্যানভেলাপ অবশ্যই বন্ধ থাকতে হবে। ভোট গ্রহণ বন্ধ হবার পর কোন পোষ্টাল ভোট গ্রহণ করা হবে না।
৭। প্রতি ইউনিয়নের ভোটাররা শুধুমাত্র তাদের নিজ ইউনিয়নের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করবে।
এক্সিকিউটিভ কমিটি (EC Committee)
১। বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০মিনিট পরেই নির্বাচিত বোর্ড মেম্বাররা ভোটাধিকার/আলোচনার মাধ্যমেই বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের মধ্যে থেকে ইসি কমিটি গঠন করবে।
২। গোলাপগঞ্জ উপজেলা ভিত্তিক অন্য কোন সংগঠনে সভাপতি/সহ-সভাপতি/সাধারণ সম্পাদক/সহ-সাধারণ সম্পাদক/কোষাধ্যক্ষ/সহ-কোষাধ্যক্ষ সহ যে কোন সম্পাদকীয় দায়িত্ব পালন করলে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের ইসি কমিটির সদস্য হিসাবে প্রার্থী হতে পারবে না।
৩। চেয়ারম্যান ও জেনারেল সেক্রেটারি প্রার্থী হতে হলে অবশ্যই পূর্বে এক মেয়াদ বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সদস্য হতে হবে।
৪। চেয়ারম্যান ও জেনারেল সেক্রেটারি ২ (দুই) টার্মের বেশি সমান দায়িত্ব পালন করতে পারবে না।
সংগঠনের সাংবিধানিক এবং ভোট গ্রহণের বিধি অনুসারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন।
Dr Abdul Aziz Toki
Email. atoki@clyd.co.uk
Mob. 07903- 865156
Nazimuddin Ahmed
Email. ahmednazim57@gmail.com
Mob. 07957- 465025
Afsaor Hussain Anam
Email. afsorhussain307@msn.com
Mob. 07957- 601453
Postal address for chief Election Commissioner.
Cllr. Abdul Aziz Toki
32 Risborough House, Mallory Street, London, NW8 8TB
Golapganj Upazila Social Trust (UK)
Charity Registration No. 1190653
Email. Golapganjsocialtrust@gmail.com
