গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের কার্যক্রম এবং ব্রিটেনে গোলাপগঞ্জ হাউস প্রতিষ্ঠার লক্ষে এগিয়ে এসেছেন গোলাপগঞ্জের বিভিন্ন সংগঠন এবং কমিউনিটি নেতৃবৃন্দ। গত ৪জুলাই রবিবার বিকাল ৭ঘটিকার সময় পূর্ব লন্ডনের ১১৯ নম্বর গ্লোব রোডে এক মতবিনিময় সভা শেষে গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলু’র নেতৃত্বে গোলাপগঞ্জের বিভিন্ন সংগঠন এবং কমিউনিটির নেতৃবৃন্দ সদস্যপদ গ্রহণ করেন। এসময় নেতৃবৃন্দ গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সকল ধরনের সহযোগিতা আশ্বাস প্রদান করেন।
গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলু, সাবেক সাধারণ সম্পাদক একেএম আব্দুল্লা, কমিউনিটি এক্টিভিষ্ট রফিকুল ইসলাম নজরুল, আব্দুল আহাদ, আলী আহমদ মানিক, আব্দুল কাইয়ুম হান্নান, ময়নুল ইসলাম, ফারুক মিয়া, তাজুল মিয়া, আজির উদ্দিন মুসা, মোঃ শামসুল হক সহ ১৭ জন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের সদস্যপদ গ্রহণ করেন।
উল্লেখ্য ২০১৭ সালে ব্রিটেনে গোলাপগঞ্জ কমিউনিটির কল্যাণে কাজ করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে। প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই যুক্তরাজ্য চ্যারেটি কমিশনের রেজিস্ট্রেশনভুক্ত হয় এই ট্রাস্টটি।
এসময় গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের পক্ষে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, ভাইস চেয়ারম্যান জহির হোসেন গৌছ, জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান, ট্রেজারার বদরুল আলম বাবুল।
ব্রিটেনের গোলাপগঞ্জের নাগরিকদের মধ্যে যারা সদস্যপদ গ্রহণ করতে আগ্রহী তারা ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহানের সাথে (07957 981636) যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
