নির্বাচন ২০২১ : যাচাই-বাছাই শেষে ২৬ জন প্রার্থীর নমিনেশন বৈধ ঘোষণা

নির্বাচন ২০২১ : যাচাই-বাছাই শেষে ২৬ জন প্রার্থীর নমিনেশন বৈধ ঘোষণা

আজ ২২ জুলাই বৃহস্পতিবার গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের নির্বাচন কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের প্রধান নির্বাচন কমিশনার ডক্টর আব্দুল আজিজ তকি, নির্বাচন কমিশনার নাজিমউদ্দিন আহমদ এবং নির্বাচন কমিশনার আফসর হোসেন এনাম। সভায় গত ১৯ জুলাই সোমবার গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির নির্বাচনে যারা নমিনেশনপত্র জমা দিয়েছিলেন তাদের নমিনেশনপত্র যাচাই-বাছাই করে ২৬ জন প্রার্থীর নমিনেশনপত্র বৈধ ঘোষণা করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান।

যে সকল প্রার্থীর নমিনেশন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন:

গোলাপগঞ্জ পৌরসভা: আব্দুল হাকিম চৌধুরী। বাঘা ইউনিয়ন:  সাংবাদিক মিছবা জামাল।
গোলাপগঞ্জ ইউনিয়ন:  মোহাম্মদ জাকারিয়া, মুফিজুর রহমান চৌধুরী একলিল এবং মাহমুদ মিয়া মানিক। ফুলবাড়ী ইউনিয়ন:  শাহিন আহমদ। লক্ষিপাশা ইউনিয়ন: আব্দুল বাছিত।
লক্ষনাবন্দ ইউনিয়ন: মোহাম্মদ আব্দুল মতিন, সাইফুল ইসলাম এবং কবির আহমদ। ঢাকাদক্ষিণ ইউনিয়ন: রুহুল আমিন রুহেল, আনোয়ার শাহজাহান এবং রায়হান উদ্দিন।
বুধবারীবাজার ইউনিয়ন: জহির হোসেন গৌছ, বদরুল আলম বাবুল এবং সালেহ আহমদ।
ভাদেশ্বর ইউনিয়ন: মোহাম্মদ সুলতান আহমদ, তৌফিক আহমদ টিটু এবং আতিকুর রহমান শাফার। আমুড়া ইউনিয়ন: শিহাব উদ্দিন। শরীফগঞ্জ ইউনিয়ন: তারেক রহমান শানু, মুহিবুল হক এবং সুহেল আহমদ। বাদেপাশা ইউনিয়ন হতে মোহাম্মদ আব্দুল বাছিত, লুৎফর রহমান এবং সাইফুল আলম।

আগামী ২৪ জুলাই রাত ৮.০০ ঘটিকার মধ্যে প্রার্থীরা নমিনেশনপত্র প্রত্যাহারের করতে পারবেন। ২৫ জুলাই রাত ৯ ঘটিকার সময় ফাইনাল নমিনেশনপত্র ঘোষণা করবেন নির্বাচন কমিশন। আগামী ৮ আগষ্ট রবিবার দুপুর ২ ঘটিকা হতে বিকাল ৬ঘটিকা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন সংক্রান্ত যে কোন বিষয়ে নির্বাচনে কমিশনের যোগাযোগ করতে পারবেন।

প্রধান নির্বাচন কমিশনার- আব্দুল আজিজ তকি এবং নির্বাচন কমিশনার, নাজিমউদ্দিন আহমদ এবং আফছর হোসেন এনাম।