টানা দ্বিতীয়বার গোলাপগঞ্জ কাপ ফুটবল চ্যাম্পিয়ন গোলাপগঞ্জ সদর ইউনিয়ন

গোলাপগঞ্জ কাপ ফুটবল চ্যাম্পিয়নশীপ ফাইনালে আমুড়া ইউনিয়নকে ১-০ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হয়েছে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন।

এতে ২০১৯ সালের পর টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নশীপের গৌরব অর্জন করল গোলাপগঞ্জ সদর ইউনিয়ন। এ জয়ে ইতিহাসের প্রথম এবং একমাত্র দল হিসেবে পরপর দু’বার ফাইনাল জেতার কীর্তি অর্জন করলো গোলাপগঞ্জ সদর ইউনিয়ন।

২০১৯ সালে ব্রিটেনে প্রথমবারের মত অনুষ্ঠিত ফুটবল চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করে ঢাকাদক্ষিণ ইউনিয়ন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।

গত ৫ সেপ্টেম্বর গ্রুপ খেলায় প্রথম স্থান অধিকার করে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন। পরে কোয়ার্টার ফাইনাল খেলায় বাঘা ইউনিয়ন ফুটবল দল এবং সেমিফাইনালে বুধবারীবাজার ইউনিয়ন ফুটবল দলের সাথে জয়ী হয়ে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।

৫ সেপ্টেম্বর টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন। পরে ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় দিনে ৩টি খেলার শুভ উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র কাউন্সিলার জন বিগস। ঐদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি বিতরণ করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলার সাবিনা ইসলাম ও কাউন্সিলার আসমা ইসলাম।
ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত এর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান ও স্পোর্টস সেক্রেটারি সাইফুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন কাউন্সিলার ডক্টর আব্দুল আজিজ তকি, ট্রাস্টের উপদেষ্টা আবজল হোসেন, গোলাপগঞ্জ হেলপিং হান্ডস ইউকের সভাপতি আবুল কালাম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আব্দুল বাছির, রায়হান উদ্দিন মোহাম্মদ জাকারিয়া।

গোলাপগঞ্জ কাপ ফুটবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন একলিল চৌধুরী ও মাহমুদ মিয়া মানিক। রানার্সআপ পশ্চিম আমুড়া ইউনিয়নের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন শিহাব উদ্দিন ও আজিজুর রহমান এবং ৩য় স্থান অধিকারী দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন শাব্বির আহমদ সাহেদ ও অলি আহমদ। ফাইনাল খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন হাবিব রহমান এবং সহযোগিতায় ছিলেন আব্দুল বাছির ও সাইফুল ইসলাম।

উল্লেখ্য ২০১৭ সালে প্রথম বারের মত গোলাপগঞ্জ কাপ ফুটবল চ্যাম্পিয়নশীপ এর আয়োজন করে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে। ২০২০ সালে কবিড ১৯- এর জন্য টুর্নামেন্টের আয়োজন করা হয়নি। ফলে ২০২১ সালে দ্বিতীয়বারের মত টুর্নামেন্টের আয়োজন করে সোশ্যাল ট্রাস্ট।

দুপুর ১২ ঘটিকার দিকে টুর্নামেন্টের উদ্বোধন করে সন্ধ্যা ৪ ঘটিকার সময় সমাপনী করা হয়। অনুষ্ঠান শুরুর পর এলবি২৪ টিভি এবং হাওয়া টিভি পুরো টুর্নামেন্ট সরাসরি লাইভ প্রচার করে।

এদিকে ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত সুষ্ঠু ও সুন্দর ভাবে টুর্নামেন্টের সম্পন্ন করার জন্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।