গোলাপগঞ্জ পদক এর জন্য আবেদন আহবান

গোলাপগঞ্জ পদক এর জন্য আবেদন আহ্বান করার জন্য প্রবাসী গোলাপগঞ্জবাসীদের আহ্বান জানিয়েছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের পক্ষে ২০২২ সাল থেকে যুক্তরাজ্যপ্রবাসী গোলাপগঞ্জের নাগরিকদের (মরণোত্তরসহ) “গোলাপগঞ্জ পদক” দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৩ জুলাই ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য গোলাপগঞ্জ উৎসবে আনুষ্ঠানিকভাবে সনদ, ক্রেস্টসহ সংবর্ধনা প্রদান করা হবে।

 

আবেদন পত্র পুরণ করে আগামী ২ জুন ২০২২ তারিখের মধ্যে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত (মোবাইল নম্বর 07956 433322) অথবা জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহানের (মোবাইল নম্বর 07957 981636) সাথে যোগাযোগ করে মূল কপি জমা দিতে হবে।

 

নিচের লিংক থেকে আবেদন পত্র ডাউনলোড করে ছাপাতে পারেন। অথবা বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির যে কোন সদস্যদের কাছ থেকেও সংগ্রহ করতে পারেন।

Golapganj Award 2022