গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

গত ২৮ মার্চ সোমবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় পপলার হাই স্ট্রিটস্থ একটি রেস্টুরেন্টে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত এবং সভা পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ট্রেজারার বদরুল আলম বাবুল।

সভায় গোলাপগঞ্জ এওয়ার্ড, গোলাপগঞ্জ উৎসব এবং গোলাপগঞ্জ ফুটবল চ্যাম্পিয়নশীপ নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ৩ জুলাই ব্রাডি সেন্টারে গোলাপগঞ্জ উৎসব উদযাপনের সকলের সহযোগিতাও কামনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত ভাইস চেয়ারম্যান জহির হোসেন গৌছ এবং আতিকুর রহমান শাফার, জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি রায়হান উদ্দিন এবং জেনিফার সারোয়ার লাক্সমী, ট্রেজারার বদরুল আলম বাবুল, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, এডুকেশন সেক্রেটারি আব্দুল বাছিত, স্পোর্টস সেক্রেটারি সাইফুল ইসলাম,

ইয়ুথ সেক্রেটারি কবির আহমদ, বোর্ড মেম্বার লুৎফুর রহমান, মোহাম্মদ সুলতান আহমদ, আব্দুল হাকিম চৌধুরী, মোহাম্মদ সিরাজুল ইসলাম।