ব্রিটেনের রাণী এলিজাবেথ এর মৃত্যুতে গত ৯ সেপ্টেম্বর গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্টের বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির এক ভার্চুয়াল জরুরি সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিতের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহানের পরিচালনায় সভায় রাণী দ্বিতীয় এলিজাবেথের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এদিকে আগামী ১১ সেপ্টেম্বর গোলাপগঞ্জ উৎসব অনুষ্ঠানের কথা ছিল। মহামতি রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণে ১১ সেপ্টেম্বর গোলাপগঞ্জ উৎসবের তারিখ পরিবর্তন করে আগামী ২৩ অক্টোবর রবিবার গোলাপগঞ্জ উৎসব আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গোলাপগঞ্জ উৎসব ব্রাডি আর্ট সেন্টারে সকাল ১১.৩০ ঘটিকা হতে রাত ১০ ঘটিকা পর্যন্ত চলবে।

