আগামী ৪জুন রবিবার গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ ও নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে গত ১৪মে রবিবার মনোনয়ন পত্র গ্রহণ করেন নির্বাচন কমিশন। গতকাল (২০ মে) ২৫ জন বৈধ প্রার্থীর নাম ঘোষণা করেন নির্বাচন কমিশন।

এ বছর সোশ্যাল ট্রাস্টের নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, কাউন্সিল আব্দুল আজিজ তকি (রানাপিং, গোলাপগঞ্জ সদর), শামীম আহমদ (নগর, ঢাকাদক্ষিণ) এবং নাজিম উদ্দিন আহমদ মাস্টার (উত্তর বাদেপাশা)।
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের
বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সদস্য নির্বাচনে যাদের নমিনেশন বৈধ ঘোষণা করা হয় তারা হলেন, গোলাপগঞ্জ পৌরসভা; অলি আহমদ। বাঘা ইউনিয়ন; বাবলুর ইসলাম। গোলাপগঞ্জ সদর ইউনিয়ন; মোহাম্মদ জাকারিয়া, মুফিজুর রহমান চৌধুরী একলিল, মাহবুব হোসেন চৌধুরী ও ইয়াহিয়া খান। ফুলবাড়ী ইউনিয়ন; শাহিন আহমদ। লক্ষীপাশা ইউনিয়ন; আব্দুল বাছিত। বুধবারীবাজার ইউনিয়ন; বদরুল আলম বাবুল ও সালেহ আহমদ। ঢাকাদক্ষিণ ইউনিয়ন; আনোয়ার শাহজাহান, নুরুল ইসলাম ও রায়হান উদ্দিন। লক্ষনাবন্দ ইউনিয়ন; মোহাম্মদ আব্দুল মতিন, সাইফুল ইসলাম ও মো কবির আহমদ। পশ্চিম আমুড়া ইউনিয়ন; সুহেল আহমদ চৌধুরী। ভাদেশ্বর ইউনিয়ন; আতিকুর রহমান শাফার, মোহাম্মদ সুলতান আহমদ ও মোহাম্মদ সিরাজুল ইসলাম। উত্তর বাদেপাশা ইউনিয়ন; মোহাম্মদ আব্দুল বাছিত, লুৎফুর রহমান ও হাবিবুর রহমান এবং শরিফগঞ্জ ইউনিয়ন তারেকুর রহমান ছানু ও মুহিবুল হক।
উল্লেখ্য শুধুমাত্র গোলাপগঞ্জ সদর ইউনিয়নে ৩জনের অধিক প্রার্থী থাকার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি সকল ইউনিয়নে সর্বোচ্চ ৩জন প্রার্থী থাকায় সকলেই বিনা ভোটে নির্বাচিত হবেন।
আগামী ৪জুন রবিবার পূর্ব লন্ডনের ১০১ ক্রিশিয়ান স্ট্রিটে অবস্থিত চিলড্রেন এডুকেশন সেন্টারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ১ ঘটিকা হতে বিকাল ৪ টা ঘটিকা পর্যন্ত গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সদস্যরা তাদের ইউনিয়নের ৪জন প্রার্থীর মধ্যে ভোটের মাধ্যমে ৩জন প্রার্থী নির্বাচিত করবেন। ঐদিন বিকাল ৫ঘটিকার সময় ২০২৩ সালে নির্বাচিত বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটি ২০২৩-২০২৫ সালের জন্য নির্বাহী কমিটি নির্বাচিত করবে।
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের নির্বাচন এবং দ্বি-বার্ষিক সাধারণ সভা বিষয়ে সকল তথ্য ট্রাস্টের ওয়েবসাইট ভিজিট করলে জানতে পারবেন। www.golapganjsocialtrust.com
