গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের নিজস্ব প্রপার্টি পরিদর্শনে ট্রাস্টের নেতৃবৃন্দ

গত ১জুন বৃহস্পতিবার গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের নিজস্ব প্রপার্টি পরিদর্শন করেছেন ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত ও জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান।

উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্স এলাকায় ট্রাস্টের নামে একটি প্রপার্টি ক্রয় করা হয়। দোকানের পার্কিং সুবিধাসম্পন্ন এ প্রপার্টি থেকে বছরে ভাড়া বাবত ৬ হাজার ২ শত পাউন্ড আয় করবে সোশ্যাল ট্রাস্ট। এই সম্পত্তি ভাড়া এবং ট্রাস্টের জমাকৃত অর্থ দিয়ে ভবিষ্যতে বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনে একটি কমিউনিটি সেন্টার ক্রয় করে ট্রাস্টের কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য ২০১৭ সালে ৩১ ডিসেম্বর ব্রিটেন অভিবাসী গোলাপগঞ্জের নাগরিকদের কল্যাণে কাজ করার জন্য প্রতিষ্ঠিত হয় গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট। প্রতিষ্ঠার ১ বছরের মধ্যেই যুক্তরাজ্য সরকারের চ্যারেটি কমিশন কতৃক রেজিস্ট্রেশন লাভ করে সংগঠনটি।

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের নিজস্ব প্রপার্টি পরিদর্শনের পর ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত বলেন, সম্মিলিতভাবে টাওয়ার হ্যামলেটসে ‘গোলাপগঞ্জ হাউস’ কেনার উদ্যোগ নিয়েছি। সেটা এখনো বাস্তবায়ন করা সম্ভব না হলেও প্রক্রিয়া শুরু হয়েছে। এটা আমার জীবনের অন্যতম বড় তৃপ্তি। ট্রাস্টের সদস্যদের অর্থ সঠিকভাবে কাজে লেগেছে এটা বিশাল অর্জন। আগামীতে আমাদের এই স্বপ্ন আরও এগিয়ে যাবে।

ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান বলেন, যে স্বপ্ন নিয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয় আজ কিছুটা হলেও পুরণ হয়েছে। একটি সংগঠনের ইসি কমিটি ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছু অর্জন করা যায় তার প্রমাণ হচ্ছে এ সফলতা। তিনি আরো বলেন, দাতা ও সদস্যদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। এই সম্পত্তি কেনার মধ্য দিয়ে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের আর্থিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হলো।

ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত আরো বলেন, এই সম্পত্তি কেনার মধ্য দিয়ে কমিউনিটির মধ্যে অন্যতম মর্যাদাশীল সংগঠনে পরিণত হল গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে। আমাদের সঞ্চিত অবশিষ্ট ফান্ড দিয়ে আরেকটি প্রপার্টি কিনব ইনশাআল্লাহ।